রুশ গুপ্তচর জাহাজ থেকে ব্রিটিশ পাইলটদের ওপর নজরদারির অভিযোগ

0
রুশ গুপ্তচর জাহাজ থেকে ব্রিটিশ পাইলটদের ওপর নজরদারির অভিযোগ

যুক্তরাজ্যের জলসীমার একেবারে প্রান্তে থাকা একটি রুশ গুপ্তচর জাহাজ প্রথম বারের মতো রয়্যাল এয়ার ফোর্স পাইলটদের লক্ষ্য করে লেজার ব্যবহার করেছে। এ গভীর বিপজ্জনক পদক্ষেপকে সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি।

ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে হিলি জানান, ইয়ান্টার নামের এই জাহাজটি স্কটল্যান্ডের উত্তরে রয়েছে। চলতি বছরে এটি দ্বিতীয় বারের মতো গত কয়েক সপ্তাহে যুক্তরাজ্যের জলসীমায় প্রবেশ করেছে।

প্রতিরক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান, জাহাজটি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং আমাদের সমুদ্রের তলদেশের কেবলগুলোর মানচিত্র তৈরির জন্য ডিজাইন করা হয়েছে। তিনি আরও কড়া বার্তা দেন, রাশিয়া এবং পুতিনের প্রতি আমার বার্তা ‌‘আমরা তোমাদের দেখছি। আমরা জানি তোমরা কী করছো। আর ইয়ান্টার যদি এই সপ্তাহে দক্ষিণে যায়, আমরা প্রস্তুত।’

জাহাজটি নিয়ে বিস্তারিত জানিয়ে হিলি বলেন, এটি একটি রাশিয়ান নৌবহরের অংশ যা আমাদের এবং আমাদের মিত্রদের সমুদ্রের তলদেশের অবকাঠামোকে ঝুঁকির মধ্যে ফেলতে সক্ষম। এটি কেবল একটি নৌ-অপারেশন নয়। 

জানুয়ারি মাসেও এই জাহাজটি যুক্তরাজ্যের জলসীমায় দেখা যাওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী একটি সতর্কতা জারি করেছিলেন।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here