রাশিয়ার ক্রিমিয়ার উত্তরাঞ্চলে রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি চালানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রেলপথে নেওয়া ওই চালানের ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়ে গেছে।
মঙ্গলবার এক বিবৃতিতেই ইক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে ।
ইউক্রেনের পক্ষ থেকে বিস্ফোরণের কথা জানানো হলেও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ফলে এর পেছনে কে বা কারা জড়িত প্রাথমিকভাবে তা জানা যায়নি। ইউক্রেনের ড্রোন হামলা চালিয়ে এসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে কি না, সেটাও জানায়নি রাশিয়া।
কিয়েভের পক্ষ থেকে বলা হয়েছে, এসব ক্ষেপণাস্ত্র কৃষ্ণসাগরে অবস্থাররত রুশ নৌবহরে নেওয়া হচ্ছিল।
এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ওই চালানে রাশিয়ার ক্যালিবার–কেএন ক্রুজ ক্ষেপণাস্ত্র ছিল।
বিস্ফোরণের পর ৩৩ বছর বয়সী এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে ইহর ইভিন জানিয়েছেন। তিনি বলেন, ওই ব্যক্তি ড্রোনের আঘাতে আহত হয়েছেন। এই বিস্ফোরণে কয়েকটি ভবন ও বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন ধরে গেলেও কোনো সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা জানাননি এই প্রশাসক।