রুশ এস-৪০০ ছাড়বে না তুরস্ক, যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন

0
রুশ এস-৪০০ ছাড়বে না তুরস্ক, যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন

তুরস্ক জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচি নিয়ে আলোচনা চললেও রাশিয়া থেকে কেনা এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।

২০২০ সালে রুশ এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে যুক্তরাষ্ট্র তুরস্ককে এফ-৩৫ প্রকল্প থেকে বাদ দেয় এবং নিষেধাজ্ঞা আরোপ করে। ওয়াশিংটন বলে, এস-৪০০ ন্যাটো এবং এফ-৩৫ বিমানের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করে। তবে তুরস্ক দাবি করে, এই সিদ্ধান্ত অন্যায় এবং এস-৪০০ ন্যাটো ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে না।

এফ-৩৫ প্রকল্পে ফেরার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত আছে। তুরস্ক আশা করছে, যুক্তরাষ্ট্রের CAATSA (যুক্তরাষ্ট্রের বৈরী প্রতিপক্ষের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আইন)–সংশ্লিষ্ট বাধা দূর হলে আবারও তারা এই যুদ্ধবিমান কিনতে পারবে এবং পূর্বের মতো উৎপাদন কর্মসূচিতেও যুক্ত হতে পারবে।

আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক বলেন, আলোচনা চলছে। তবে মার্কিন আইন অনুযায়ী, তুরস্ক এস-৪০০ ধরে রাখলে এফ-৩৫ প্রকল্পে তাদের ফেরানো যাবে না।

এই মন্তব্যের জবাবে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এস-৪০০ নিয়ে কোনো নতুন পরিবর্তন নেই। বিষয়টি যেভাবে ছিল, সেভাবেই রয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের আলোচনা মূলত নিষেধাজ্ঞা প্রত্যাহার ও এফ-৩৫ প্রকল্পে পুনরায় যুক্ত হওয়ার পথ তৈরি নিয়েই। তারা মনে করে, পারস্পরিক আলাপ ও গঠনমূলক সহযোগিতার মাধ্যমে সমস্যার সমাধান হলে দুই দেশের সম্পর্ক আরও উন্নত হবে।

সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, শিগগিরই যুক্তরাষ্ট্রের সঙ্গে এই নিষেধাজ্ঞা–সংক্রান্ত জটিলতা কাটিয়ে উঠার পথ মিলবে বলে তিনি আশা করছেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here