প্রবল বৃষ্টিপাতের পর উত্তর ও পশ্চিম রুয়ান্ডায় বন্যা ও ভূমিধসে অন্তত ১১৫ জন মারা গেছে। বুধবার দেশটির সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কিভু হ্রদের সীমান্তবর্তী ওয়েস্টার্ন প্রভিন্সে বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে। বন্যার পানিতে বাড়িঘর এবং অবকাঠামো ভেসে গেছে।
আরবিএ-এর টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত ছবিতে কাদায় তলিয়ে থাকা বাড়ি, ভূমিধসের কারণে বিচ্ছিন্ন সড়ক এবং প্লাবিত ক্ষেত দেখা গেছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, বন্যার পানি এখনও বাড়ছে, যা ‘আরও মানুষের জীবন হুমকির কারণ।’