ইতালির বিপক্ষে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে নেমেই দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিলেন হ্যারি কেইন।
নেপলসের দিয়েগো আরমান্দো মারাদোনা স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৩ মার্চ) দিবাগত রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে রেকর্ডটি গড়েন টটেনহ্যাম হটস্পারের এই ফরোয়ার্ড।
এবার ইতালির বিপক্ষে পেনাল্টি পেয়ে আর ভুল করলেন না তিনি। ৪৪তম মিনিটে ডি-বক্সে ইতালির ডিফেন্ডার জিওভানি দি লরেন্সোর হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। নিখুঁত শটে ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড একার করে নেন কেইন।
আন্তর্জাতিক ফুটবলে ৮১ ম্যাচে ৫৪ গোল করলেন তিনি। ৫৩ গোল করতে রুনির লেগেছিল ১২০ ম্যাচ।