রুদ্ধশ্বাস জয় বাংলাদেশের, যা বললেন টাইগার অধিনায়ক

0

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্বাসরুদ্ধকর এক লড়াই শেষে জয়ের হাসি হাসল টাইগাররা। শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে  ১৫৫ রানের টার্গেটে খেলতে নেমে আফগানিস্তানকে সিলেটে ২ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের দল।

শেষ ওভারে হ্যাটট্রিক করে টাইগার শিবিরে হারের কাঁপন জাগিয়েছিলেন আফগান বোলার করিম জানাত। তবে টাইগার বোলার শরীফুল ইসলাম ব্যাট হাতে করিমকে চার মেরে দলকে এনে দিলেন দারুণ জয়। আর জয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। তবে ম্যাচটিতে আরও আগে জয় তুলে নেয়া উচিত ছিল বলে জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। 

এ দিন প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান করে আফগানিস্তান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন অধিনায়ক সাকিব আল হাসান। আফগানদের দেয়া ১৫৫ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ১৯.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে জয় তুলে নেয় টাইগার বাহিনী। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করে অপরাজিত থাকেন তাওহিদ হৃদয়। আফগানিস্তানের হয়ে হ্যাটট্রিক উইকেট তুলে নেন করিম জানাত। 

প্রসঙ্গত, ২০২২ সালের মার্চে মিরপুরে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপরে আফগানদের বিপক্ষে পরবর্তী জয় পেতে অপেক্ষা করতে হয়েছে প্রায় ১৬ মাস। তবে দীর্ঘদিন পরে হলেও বাংলাদেশের জয়ে খুশি ক্রিকেট ভক্তরা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here