কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটে জিতেছে ইংল্যান্ড, শ্রীলঙ্কাকে ২২ বল বাকি থাকতে হারিয়ে সিরিজে সমতা ফেরায় হ্যারি ব্রুকের দল।
জো রুটের অবদান ছিল দারুণ, বলে দুই উইকেট নিয়েছেন এবং ব্যাট হাতে ৯০ বলে ৭৫ রান করেন। দুই দলের মধ্যে আর কেউ ৪৫ রানের বেশি করতে পারেননি। অলরাউন্ড নৈপুণ্যে রুট ম্যাচ সেরার পুরস্কারও পান।
শ্রীলঙ্কার ইনিংসে ওপেনারদের মধ্যে সাতজনই দুই অঙ্ক স্পর্শ করলেও কেউই অর্ধশতক পূর্ণ করতে পারেননি। ধনাঞ্জয়া ডি সিলভা ও চারিথ আসালাঙ্কার তৃতীয় উইকেটে ৬৬ রানের জুটি গড়ে দলকে টেনে নেন। শেষ পর্যন্ত পাভান রাত্নায়েক ও দুনিথ ওয়েলালাগের ব্যাটে শ্রীলঙ্কা ২১৯ রান তুললেও ইংল্যান্ড সহজে তা পার করে নেয়।
ইংল্যান্ডের ব্যাটসম্যানরা শুরুতে সাবধানী ছিলেন। বেন ডাকেট ও রুটের জুটিতে দল এগিয়ে যায়, পরে ব্রুকের সঙ্গে ৮১ রানের চতুর্থ উইকেটে যোগ দেন। শেষদিকে জস বাটলার ২১ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন।
শ্রীলঙ্কার হয়ে ডি সিলভা ও জেফ্রি ভ্যান্ডারস দুটি করে উইকেট নেন।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে আগামী মঙ্গলবার একই মাঠে অনুষ্ঠিত হবে।

