‘রুচির দুর্ভিক্ষ’ ইস্যুতে এবার মুখ খুললেন জায়েদ খান

0

নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের করা ‘রুচির দুর্ভিক্ষ’ মন্তব্য নিয়ে দেশের গোটা বিনোদন জগৎ তোলপাড়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তুমুল আলোচনা। চলমান এই ইস্যুতে অনেকেই নিজেরদের মতামত প্রকাশ করছেন। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়ক জায়েদ খান। তার মতে, মানসিক দৈন্যতার কারণে আজ এই অবস্থা আমাদের।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ‘রুচির দুর্ভিক্ষ’ প্রশ্নে জায়েদ খান বলেন, ‘অরুচিপূর্ণ জিনিস, যেখানে রুচির বহিঃপ্রকাশ নেই, যে বিষয়গুলো খুবই আপত্তিকর, সেগুলোই মানুষ বেশি দেখছে, প্রচুর ভিউ হচ্ছে। আমাদের রুচির যে কতোটা অবনতি হয়েছে, তা এটা থেকেই বোঝা যায়।’ বিরক্তির সুরে চিত্রনায়ক জায়েদ খান আরও বলেন, ‘মানুষের কোনো কাজ নেই, চব্বিশ ঘণ্টা অনলাইনে পড়ে থাকে। ভালো খারাপের পার্থক্য ভুলে গিয়ে কে কী করল সেসব নিয়ে পরে থাকে। ভালো কিছু করলেও ফেসবুকে এসে নানাভাবে ছোট করা, হেয় করা হয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here