‘রিস্ক না নিলে দেব-জিৎ তৈরি হতো না’

0
‘রিস্ক না নিলে দেব-জিৎ তৈরি হতো না’

দুই দশকের অভিনয় ক্যারিয়ার টলিউড সুপারস্টার দেবের। এখনো সাফল্যের পেছনে নিরন্তর ছুটে চলেছেন তিনি। বড়সড় স্বপ্ন দেখেন বাংলা সিনেমাকে নিয়ে। মুক্তির অপেক্ষায় রয়েছে দেব অভিনীত ‘প্রজাপতি ২’, যেটি বড়দিনে মুক্তি পাবে। 

সম্প্রতি নতুন ছবি মুক্তি উপলক্ষে কথা বলেন ভারতীয় একটি গণমাধ্যমে। সেখানে জানতে চাওয়া হয়, কেন টলিউডে দেবের বিকল্প তৈরি হচ্ছে না? নতুন মুখই বা কেন উঠে আসছে না?

এ ব্যাপারে দেব বলেন, দর্শক কাকে ভালোবাসবেন, কাকে গ্রহণ করবেন না—সেটা তাদের ওপর। আমাকে তো ‘দেব’-কেও বাঁচাতে হবে। কাজ করা তো বন্ধ করে দিতে পারব না। নিজের প্যাটার্ন অব ওয়ার্কটাকে বারবার ভাঙছি শুধু সেই কারণেই। এটুকুই আমার হাতে আছে। আমি খুব অল্পতেই বোর হয়ে যাই। সেজন্যই ‘প্রজাপতি ২’ আমি এতটা দেরি করে করলাম। মাঝে ‘খাদান’-এর মতো ভিন্ন স্বাদের ছবি করেছি। মানুষ ভাবতে শুরু করেছিলেন, ক্রিসমাস আসছে মানেই দেব কাঁপাবে। কিন্তু দেব যে নাচাবে, সেটা তারা ভুলে গিয়েছিলেন। আমি নিজেও ভুলতে বসেছিলাম। নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলছিলাম। তারপরে রিস্কটা নিয়েই ফেললাম। ‘খাদান’ হলো। আমি প্রমাণ করলাম, এখনো আছি। 

রিস্ক নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, সিনেমার ব্যাপারে আমি কোনো কার্পণ্য করি না। ‘প্রজাপতি’ হিট হওয়ার পরে সেই টাকা আমরা ঘরে নিয়ে যাইনি। আরও বড় ক্যানভাসে ‘প্রজাপতি ২’ করার কথা ভেবেছি। তাই আজ প্রজাপতি বিদেশে উড়ছে। একটা জায়গায় এখনো আমরা পিছিয়ে। দিন দিন আমরা বোধহয় ভিতু হয়ে যাচ্ছি। আমরা সেফ খেলছি। সেই কারণেই বাংলা ইন্ডাস্ট্রিতে লিমিটেশন চলে আসছে। একদিন যদি কেউ রিস্ক না নিতেন তাহলে তো আমার মতো হিরো তৈরি হতো না। জিৎ তৈরি হতো না। সত্যি কথা বলতে, আমার কাছে এমন স্ক্রিপ্ট আসছে না যেখানে আমি নতুন হিরো লঞ্চ করতে পারি। হিরোইনদের ক্ষেত্রে তো তবু কিছুটা সুযোগ করে দেওয়ার চেষ্টা করছি।

উল্লেখ্য, ২০২২ সালে মুক্তি পেয়েছিল ‘প্রজাপতি’ ছবিটি। এতে বাবা-ছেলের চরিত্রে মিঠুন চক্রবর্তী ও দেবের অভিনয় দর্শকের নজর কাড়ে। পাশাপাশি বক্স অফিসেও দারুণ সফলতা পায় ছবিটি। এরপর থেকেই আবেদন ছিল এই জুটিকে ফের পর্দায় দেখার। দর্শকদের আবেদন মেনেই এই বছরের বড়দিনে মুক্তি পেতে চলেছে ‘প্রজাপতি ২’। অভিজিৎ সেনের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন ইধিকা পাল, অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক, খরাজ মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী এবং ছোট্ট অনুমেঘা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here