রিয়াল ভক্তের নাক ফাটিয়ে বার্সা সমর্থক গ্রেফতার

0

কোপা দেল রে ফাইনালের আগে উত্তেজনায় টালমাটাল হয়ে উঠেছে স্পেনের ফুটবল অঙ্গন। মাঠের লড়াই শুরুর আগেই রাস্তায় রক্ত ঝরিয়ে দিয়েছেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সমর্থকরা। সেভিলে এক সংঘর্ষে রিয়াল ভক্তের নাক ফাটানোর অভিযোগে এক বার্সেলোনা সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ।

স্পেনের সংবাদমাধ্যম রেডিও কোপে এর বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তার প্রতিবেদনে বলা হয়, ফাইনালের আগে সেভিলের রাস্তায় সমর্থকদের মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে—এর মধ্যে বার্সেলোনার তিনজন এবং রিয়ালের দুজন সমর্থক রয়েছেন।

এবারের কোপা দেল রে ফাইনাল আগেই ছিল উত্তাপপূর্ণ। রেফারিং নিয়ে রিয়াল মাদ্রিদের অভিযোগ ম্যাচকে ঘিরে বাড়তি বিতর্ক তৈরি করে। এমনকি ম্যাচ বাতিলের আশঙ্কাও জেগেছিল। যদিও শেষ পর্যন্ত মাঠে নামতে রাজি হয় রিয়াল, তবে ফুটবলপাড়া এখন স্পষ্টতই দুই ভাগে বিভক্ত।

এদিকে, ভিনিসিউস জুনিয়রকে ঘিরে আবারও বিতর্ক ছড়িয়েছে। বার্সেলোনার সমর্থকরা ব্রাজিলিয়ান উইঙ্গারকে লক্ষ্য করে সেভিলের রাস্তায় আপত্তিকর স্লোগান দিয়েছেন। আগের মৌসুমগুলোতেও বারবার ভিনিসিউসকে বর্ণবাদী ও অবমাননাকর মন্তব্যের শিকার হতে হয়েছে।

সেভিলের এস্তাদিও দেল লা কার্তুজায় বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হতে যাওয়া এই ফাইনালকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কপালে চিন্তার ভাঁজ। যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here