রিয়াল ছেড়ে পিএসজি শিবিরে যোগ দিলেন আসেন্সিও

0

রিয়াল মাদ্রিদ ছাড়ার পর পিএসজিই যে মার্কো আসেন্সিওর পরবর্তী গন্তব্য, সেটা একরকম নিশ্চিতই ছিল। এবার তা আনুষ্ঠানিকভাবে হয়ে গেল। তিন বছরের চুক্তিতে প্যারিসের ক্লাবটিতে নাম লিখিয়েছেন এই স্প্যানিয়ার্ড।

আসেন্সিওকে দলে টানার খবরটি এক বিবৃতি দিয়ে জানায় পিএসজি। ‘ফ্রি এজেন্ট’ হিসেবে ক্লাবটিতে যোগ দিয়েছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।
সবশেষ মৌসুমের পর রিয়ালের সঙ্গে চুক্তি শেষ হয় আসেন্সিও। মেয়াদ না বাড়িয়ে সান্তিয়াগো বের্নাবেউকে বিদায় জানান এই অ্যাটাকিং মিডফিল্ডার।

ইউরোপের সফলতম দলটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮৯টি ম্যাচ খেলেছেন আসেন্সিও। ৬১টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ২৯টি গোল। এবার তার সামনে ফ্রান্সে নিজের ছাপ রাখার চ্যালেঞ্জ।

পিএসজিতে নিজের পুরনো কোচ লুইস এনরিকের সঙ্গে কাজ করবেন আসেন্সিও। গত বুধবার লিগ ওয়ান চ্যাম্পিয়নদের ডাগআউটে ক্রিস্তোফ গালতিয়ের স্থলাভিষিক্ত হন ৫৩ বছর বয়সী এনরিকে। স্পেন জাতীয় দলে তিনি ছিলেন আসেন্সিওর কোচ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here