রিয়াল ছাড়ছেন আনচেলত্তি?

0

কার্লো আনচেলত্তির বর্তমান মৌসুমটা যে আশানুরূপ কাটছে না সেটি হয়তো ফুটবলবিশ্বের অজানা নয়। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তার দল রিয়াল মাদ্রিদের যাচ্ছেতাই অবস্থা, লা লিগায় শীর্ষস্থান নিয়েও অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে ইঁদুর-বিড়াল দৌড়। এ ছাড়া চলতি মৌসুমে বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোয় পুরোদমে ভরাডুবি। বড় ব্যবধানে হেরে স্প্যানিশ সুপারকাপও খুইয়েছে হাত থেকে। এরই মাঝে গুঞ্জন উঠেছে মৌসুম শেষে নাকি আনচেলত্তির বিদায়ঘণ্টা বাজবে!

রিয়াল কোচ বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন, উড়িয়ে দিয়েছেন সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার সব জল্পনা। আগামীকাল (বুধবার) চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়াল সালজবুর্গের মুখোমুখি হবে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেই আনচেলত্তির সামনে আনা হয় ক্লাব ছাড়ার প্রসঙ্গ। হাসতে হাসতেই সেই প্রশ্নের জবাবে বললেন, ‘আমি বিষয়টি পরিষ্কার করতে চাই। আমি জীবনে কখনোই এই ক্লাবটি ছাড়ার কোনো সিদ্ধান্ত নিইনি।’

রিয়ালের এই ইতালিয়ান কোচ অবশ্য বাস্তবতাও স্বীকার করেছেন, ‘আমি খুব ভালোভাবেই জানি যে, সেই দিনটি (বিদায়) একদিন আসবে। তবে সেটা কবে আসবে, আমি জানি না। সেটা আমি ঠিক করব না। এটা আগামীকাল হতে পারে, আগামী ম্যাচের পরে হতে পারে, এক বছরের মধ্যে হতে পারে, আবার পাঁচ বছরেও হতে পারে। আমার একটি সুবিধা আছে ফ্লোরেন্তিনো পেরেজ (রিয়াল সভাপতি) আরও ৪ বছর দায়িত্বে থাকছে এবং এখানে থাকার সুযোগ আছে আমারও। আমরা একসঙ্গেই ক্লাবকে বিদায় বলতে পারি।’

আনচেলত্তির শক্তির জায়গা আবারও রিয়ালের শীর্ষে পদে পেরেজের নির্বাচিত হওয়া। গত রোববার তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা পঞ্চম ও মোট সপ্তমবার লস ব্লাঙ্কোসদের সভাপতির দায়িত্ব পেলেন। পেরেজ ওই পদে থাকবেন ২০২৯ সাল পর্যন্ত। এ ছাড়া আনচেলত্তির সঙ্গে রিয়ালের চুক্তির মেয়াদ রয়েছে ২০২৬ সাল পর্যন্ত। গত বছর নতুন এই চুক্তিতে সম্মত হয় উভয়পক্ষ।

এর আগে সোমবার স্প্যানিশ সংবাদমাধ্যম ওয়ানদা সেরোর এক প্রতিবেদনে আনচেলত্তি চলতি মৌসুম শেষে পদত্যাগ করবেন বলে দাবি করা হয়। যা পরদিনই উড়িয়ে দিলেন এই কিংবদন্তি কোচ। বর্তমানে রিয়াল মাদ্রিদে দ্বিতীয় দফায় দায়িত্ব পালন করছেন আনচেলত্তি। তার এই মেয়াদে বেশ কিছু সাফল্য পেয়েছে দল। জিতেছে একাধিক শিরোপা। এমনকি ক্লাবের ইতিহাসের সর্বাধিক ট্রফিজয়ী কোচও এখন আনচেলত্তি।

তার অধীনে দুইটি লা লিগা, দুইটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, একটি কোপা দেল রে, দুইটি উয়েফা সুপার কাপ, দুইটি স্প্যানিশ সুপার কাপ, একটি ফিফা ক্লাব বিশ্বকাপ এবং একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে রিয়াল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here