রিয়ালে বদলে যাচ্ছে এমবাপ্পের জার্সি নম্বর?

0

রিয়ালে ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে কত নম্বর জার্সি পাবেন? প্রশ্নটা আসছে ঘুরে ফিরে। কারণ, এতোদিন এমবাপ্পেও ৭ নম্বর জার্সিই পরে এসেছেন।

২০১৮ সালে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে তার গায়ে চাপছে নাম্বার সেভেন। একই নম্বরের জার্সি পরেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।

তাই এমবাপ্পের সাত পাওয়া নিয়ে শঙ্কা আছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর বলছে, মাদ্রিদ জায়ান্টদের ঘরে এমবাপ্পে পেতে পারেন ১০ নম্বর জার্সিটি। যে জার্সি এর আগে গায়ে চাপিয়েছেন এমবাপ্পের স্বদেশি জিনেদিন জিদান। তারও আগে ১০ নম্বর জার্সিটি পরতেন হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাস। আর বর্তমানে ১০ নম্বর জার্সিটি গায়ে চাপান আরেক রিয়াল তারকা লুকা মদরিচ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here