রিয়ালের হারের দায় নিলেন নতুন কোচ আরবেলোয়া

0
রিয়ালের হারের দায় নিলেন নতুন কোচ আরবেলোয়া

রিয়াল মাদ্রিদের নতুন কোচ আলভেরো আরবেলোয়া দ্বিতীয় স্তরের আলবাসেতের বিপক্ষে কোপা দেল রে থেকে দলের বিদায়ের দায় নিজের কাঁধে নিয়েছেন। জাবি আলোন্সো চলে যাওয়ার পর অভিষেক ম্যাচেই রিয়ালকে ৩-২ ব্যবধানে হারতে দেখায় আলবেরেলোয়া।

চার দিনের মধ্যে দুটি শিরোপা লড়াই থেকে ছিটকে যাওয়ায় রিয়ালের জন্য এই হারের ধাক্কা বড়। গত রবিবার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৩-২ ব্যবধানে হারের পর, এই হার আরও আলোচনার জন্ম দিয়েছে।

আর্বেলোয়া হারের পর সাংবাদিকদের বলেন, ‘এই ক্লাবে ড্র সবসময়ই বাজে ফল, এটি বেদনাদায়ক। এর দায় আমার এবং আমাকে দায়ী করুন। শুরুর একাদশ ও বদলির জন্য আমি খেলোয়াড়দের ধন্যবাদ জানাই। এখন আমাদের শনিবারের ম্যাচের জন্য রিকভার করতে হবে।’

কোচ জানান, শুরুর একাদশের বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছেন তিনি। আলবাসেতের বিপক্ষে রিয়াল ফিনিশিংয়ে ভুগলেও, নিজের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেন,’আমি কোনো আক্ষেপ নেই। আমি যা চেয়েছি, খেলোয়াড়রা তা একদিনেই মানিয়ে নিয়েছে। শারীরিক রিকভারের জন্য অনেক খেলোয়াড়ের সময় দরকার।’

রিয়ালের নতুন কোচ ব্যর্থতাকে সাফল্যের অংশ হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘আমি ব্যর্থতার ভয় পাই না। এটি আমাদের আরও ভালো করে তুলবে। সর্বোচ্চ নিবেদন নিয়ে আমরা পরের ম্যাচের জন্য প্রস্তুত।’

আর্বেলোয়া মনে করেন, ‘নতুন কোচ হিসেবে খেলোয়াড়দের মানিয়ে নেওয়ার সময় দরকার। মাঠে যা ঘটবে তা শেষ পর্যন্ত আমার দায়। আমাদের খেলার জন্য পরিষ্কার ভাবনা দরকার, বিশেষ করে যে দলগুলো গভীরে গিয়ে রক্ষণ সামলায়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here