রিয়ালের জার্সিতে সেঞ্চুরি; যা বললেন ভিনি

0

সলসবুর্গকে উড়িয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি শেষ ষোলোয় খেলার আশা জিইয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ। বুধবার ঘরের মাঠে রদ্রিগো ও ভিনিসিউস জুনিয়রের জোড়া গোলের সঙ্গে কিলিয়ান এমবাপ্পের লক্ষ্যভেদে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জয় ৫-১ ব্যবধানে। 
যেখানে ভিনিসিয়ুস জুনিয়র একাই করেছেন দুই গোল।

এদিন দুই গোল করার পথে একটা রেকর্ডও গড়েছেন ভিনি। রিয়ালের জার্সিতে গোলের সেঞ্চুরি স্পর্শ করেছেন তিনি। ম্যাচের আগে তার গোল সংখ্যা ছিল ৯৯। দুই গোল করায় ক্লাবটির হয়ে এখন তার সর্বমোট গোল সংখ্যা ১০১।

লস ব্লাঙ্কোসদের হয়ে এখন দ্বিতীয় সর্বোচ্চ ব্রাজিলিয়ান গোলদাতা ভিনি। ব্রাজিলের হয়ে রিয়ালের জার্সিতে তার চেয়ে বেশি গোল আছে শুধু মাত্র রোনালদোর। কিংবদন্তি এই স্ট্রাইকারের রেকর্ড ভাঙাই এখন ভিনির লক্ষ্য। হতে চান ক্লাবটির ইতিহাসের সেরা ব্রাজিলিয়ান গোলদাতা।

ভিনি বলেন, ‘এই জার্সিতে গোল করতে পারলেই খুশি থাকি আমি। এই জার্সিতে সবচেয়ে বেশি গোল করা ব্রাজিলিয়ান রোনালদো। তার চেয়ে তিন গোল পিছিয়ে আছি। আশা করি, আরও গোল করতে পারব আমি।’

রিয়ালের হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ভিনি। গোল করেছেন দুটিরই ফাইনালে। এছাড়াও তিনটি লা লিগাসহ মোট ১৪ ট্রফি তিনি জিতে ফেলেছেন ২৪ বছর বয়সেই।

অন্যদিকে ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত রিয়ালে খেলে রোনালদোর গোল ১০৪টি। পুরো ক্যারিয়ারের মতো এই ক্লাবেও চোট তাকে বেশ ভুগিয়েছে। তারপরও স্প্যানিশ ক্লাবটির হয়ে এখনও পর্যন্ত সফলতম ব্রাজিলিয়ান ফুটবলার তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here