রিয়ালকে ২ গোলে হারাল সেল্টা ভিগো

0
রিয়ালকে ২ গোলে হারাল সেল্টা ভিগো

লা লিগায় বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। বার্নাব্যুতে নিজেদের মাঠে ২–০ গোলে সেল্টা ভিগোর কাছে পরাজিত হয়েছে লস ব্লাঙ্কোস। ফলে শিরোপা দৌড়ে বার্সেলোনার পিছনে আরও দূরে সরে গেল জাবি আলোনসোর দল।

ম্যাচে নামার আগে বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে ছিল রিয়াল। শুরু থেকেই গোলের খোঁজে মরিয়া হয়ে ওঠে তারা। ১৬ মিনিটে জুড বেলিংহামের হেডার ফিরিয়ে দেন সেল্টা গোলরক্ষক ইয়োনুত রাডু। কিছুক্ষণ পরই দুর্ভাগ্যবশত চোট পেয়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার এদার মিলিতাও। তার বদলি হিসেবে নামেন রুডিগার।

প্রথমার্ধের শেষ দিকে সেল্টার ফরোয়ার্ড পাবলো দুরান দারুণ এক সুযোগ পেলেও থিবো কুর্তোয়া তা নস্যাৎ করে দেন।

বিরতির পর ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ভিগো। ৫৩ মিনিটে ব্রায়ান জারাগোজার নিখুঁত ক্রসে হিল ফ্লিকে চমৎকার গোল করেন সুইডিশ তারকা উইলিয়ট স্বেডবার্গ। গোল হজমের পর রিয়াল আক্রমণে ঝাঁপালেও ৬৫ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বামপাশের ডিফেন্ডার ফ্রান গার্সিয়া, ফলে দশ জনে নেমে যায় স্বাগতিকরা।

শেষ মুহূর্তে আরও বিপদে পড়ে রিয়াল। ইনজুরি টাইমে লাল কার্ড পান আলভারো কারেরাস। এরপর সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে স্বেডবার্গ তার দ্বিতীয় গোলটি করে সেল্টাকে নিশ্চিত করে দেন দারুণ এক জয়।

এই হারের ফলে লিগ টেবিলে রিয়ালের বার্সেলোনা থেকে চার পয়েন্ট পিছিয়ে পড়া নিশ্চিত হলো। সাম্প্রতিক নড়বড়ে পারফরম্যান্সে কোচ জাবি আলোনসোর ওপর চাপও আরও বেড়ে গেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here