রিয়ালকে উড়িয়ে দিল আর্সেনাল

0

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে এমিরেটস স্টেডিয়ামে রূপকথার রাত উপহার দিল আর্সেনাল। ইউরোপের রাজা রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালের পথে এক পা রেখেছে লন্ডনের ক্লাবটি।

প্রথমার্ধে আক্রমণ শুরু করলেও গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ইংলিশ মিডফিল্ডার ডেক্লান রাইস। ৫৮তম ও ৭০তম মিনিটে তাঁর জোড়া ফ্রি-কিকে বিধ্বস্ত হয় রিয়াল। দুটি শটেই পরাস্ত হন গোলরক্ষক থিবো কোর্তোয়া।

৭৫তম মিনিটে আর্সেনালের হয়ে তৃতীয় গোলটি করেন মিকেল মেরিনো। শেষ মুহূর্তে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়ালের ক্যামাভিঙ্গা। ম্যাচের যোগ করা সময়ে হতাশায় ডুবে যায় মাদ্রিদের ক্লাবটি।

২০০৮-০৯ মৌসুমে সর্বশেষ সেমিফাইনালে উঠেছিল আর্সেনাল। ফিরতি লেগে সান্তিয়াগো বার্নাব্যুয়ে সেই স্বপ্ন পূরণের লড়াইয়ে নামবে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here