রিয়াদ মাহরেজ গেলেন সৌদিতে?

0

এ বছরের শুরুতেই সবার চোখ কপালে তুলে সৌদি আরবে পাড়ি জমান পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন তিনি। এরপর তার পথ ধরে রিয়াল মাদ্রিদ ছেড়ে ফরাসি ফুটবলার করিম বেনজেমাও গেছেন সৌদিতে। এবার সৌদির আরেক ক্লাব আল আহলিতে ভিড়লেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার রিয়াদ মাহরেজ।  

যদিও জেদ্দা ভিত্তিক ক্লাবটির পক্ষ থেকে এখনো কোনো সরাসরি বক্তব্য পাওয়া যায়নি। তবে সৌদির সরকারি টিভি আল এখবারিয়া শুক্রবার টুইটারে রিয়াদের আহলির বন্দরে তরী ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যদিও তাদের চুক্তির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

সিটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩৬ ম্যাচ খেলে ৭৮ গোল করেছেন রিয়াদ। অ্যাসিস্ট করেছেন ৫৯টিতে। এবার এফএ কাপ জয়ের পথে সেমি-ফাইনালে করেছেন হ্যাটট্রিক। 

৩২ বছর বয়সী এই আলজেরিয়ান সিটির হয়ে ৫ বছরে জিতেছেন ১১টি ট্রফি। এর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাই ৪টি। এছাড়াও লিগ কাপ জিতেছেন ৩টি, এফএ কাপ দুটি এবং চ্যাম্পিয়ন্স লিগ ও কমিউনিটি শিল্ড ১টি করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here