শুরুতেই যেন এক বিতর্কের জন্ম দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ। পেসার হারিস রউফের বিরুদ্ধে তিনি এনেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে শেষ মুহূর্তে সরে যাওয়ার অভিযোগ। তবে রউফ এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন।
তবে রউফ গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি এই টেস্ট সিরিজ খেলার ব্যাপারে কোনো সম্মতি দেননি। ফলে শেষ মুহূর্তে মত বদলানোর প্রশ্নই আসে না।
ওয়াহাবের সাথে রউফের সম্পর্কের টানাপড়েনের কারণে তার বিগ ব্যাশে খেলাও অনিশ্চয়তায় পড়েছে। রউফ মেলবোর্ন স্টারসের হয়ে খেলেন। আগামী ১৩ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশ, শেষ হবে ৪ ফেব্রুয়ারি। এই সময়ের চলবে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার তিন ম্যাচের টেস্টের সিরিজ।