রিমান্ড শেষে ঢাবির ছাত্রদল সভাপতিসহ কারাগারে ১১

0

রাজধানীর নিউমার্কেট থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেলসহ ১১ জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।  

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম ফারাহা দিবা ছন্দা এ আদেশ দেন।  

এর আগে গত ২৮ ডিসেম্বর আসামিদের চার দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দেন আদালত। রিমান্ড শেষে গতকাল সোমবার আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. রফিকুল ইসলাম।

মামলা সূত্রে জানা গেছে, ৭ জানুয়ারি সংসদ নির্বাচন বানচালের লক্ষ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় অন্তর্ঘাতমূলক কার্যক্রম চালাতে লিফলেট বিলি করেন ওই আসামিরা। কর্মসূচি পরিচালনার সময় নিউমার্কেট থানারা নীলক্ষেত এলাকা থেকে তিন জনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিউমার্কেট থানার সোনারগাঁও রোডে প্রাইম প্রিন্টার্সে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আরও আট জনকে।

আসামিদের কাছ থেকে আনুমানিক ৫০ হাজার লিফলেট, পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম, বিস্ফোরক জাতীয় উপাদান (গান পাউডার), ১৫টি অবিস্ফোরিত ককটেল, পাঁচটি অবিস্ফোরিত চকলেট বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) কে এম মাহবুবুল আলম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরণে আইনে মামলা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here