রিজার্ভ ২১.৪৪ বিলিয়ন ডলার

0

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২১ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে উঠেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) বিভিন্ন আর্থিক সহযোগী সংস্থার ঋণ ও রেমিট্যান্স প্রবাহ বাড়ার কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২১ দশমিক ৪৪ বিলিয়ন ডলার হয়েছে। যা চলতি মাসের শুরুর দিকে ১৯ বিলিয়ন ডলারে নেমেছিল। ফলে এক মাসের ব্যবধানে রিজার্ভ বাড়ল দুই বিলিয়ন ডলারের বেশি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন এ তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক সাংবাদিকদের জানান, আইএমএফের  ঋণের দ্বিতীয় কিস্তি এসেছে। এ ছাড়া এডিবি থেকে ৪০০ মিলিয়ন, সাউথ কোরিয়ার একটি ফান্ড থেকে ৯০ মিলিয়নসহ বিভিন্ন দাতা সংস্থার দেওয়া অর্থ এ মাসে এসেছে। সঙ্গে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক রয়েছে। সব মিলিয়ে রিজার্ভ ভালো অবস্থায় ফিরছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here