২০১৬ সালের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা পর্যালোচনার জন্য গঠিত উচ্চপর্যায়ের কমিটির মেয়াদ আরো দুই মাস বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কমিটিকে আগামী ৩১ ডিসেম্বর, ২০২৫-এর মধ্যে চূড়ান্ত সুপারিশ জমা দিতে হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল রবিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে, চলতি বছরের ১১ মার্চ সরকার আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে এ কমিটি গঠন করে। কমিটিকে প্রথমে তিন মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এর মেয়াদ ইতোমধ্যে দু’বার বাড়ানো হয়। সর্বশেষ মেয়াদ শেষ হয় গত ৩১ অক্টোবর।
কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে— পূর্ববর্তী তদন্তের অগ্রগতি পর্যালোচনা, সরকারের গৃহীত পদক্ষেপ মূল্যায়ন, রিজার্ভ চুরির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারণ, এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন।
উল্লেখ্য, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮১ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৮৭০ কোটি টাকা) চুরি হয়।

