পর পর পাঁচ বলে পাঁচটি ছক্কা হাঁকিয়ে কলকাতা নাইট রাইডার্সকে জেতালেন রিঙ্কু সিং। তার ঝড়ে উড়ে গেল গত বারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স।
প্রথম ইনিংস শেষে মনে হয়েছিল, এই উইকেটে ম্যাচ জেতা কঠিন হবে কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু কেকেআরের দুই ব্যাটার বেঙ্কটেশ আয়ার ও নীতীশ রানা ভালোভাবেই সামলাচ্ছিলেন পরিস্থিতি। জয়ের আশা জাগিয়ে রেখেছিলেন তারা।
তবে জাত চেনালেন রিঙ্কু। জানিয়ে দিলেন ‘ক্রিকেট মহা অনিশ্চয়তার খেলা।’ শেষ বল না হওয়া পর্যন্ত সেখানে কোনও কিছুই নিশ্চিত নয়।
গুজরাটের দেওয়া ২০৫ রানের টার্গেট শেষ পর্যন্ত রিঙ্কু ঝড়ে উতরে গেছে কলকাতা। ওরা নির্ধারিত ২০ ওভারে করেছে ২০৭ রান। ২১ বলে ৪৮ রানে থেমেছেন রিঙ্কু। তিনি শেষ ওভারে যশ দয়ালের ওপর রীতিমতো চাবুক চালিয়েছেন। তিনি শেষ ওভারেই নিয়েছেন ৩১ রান।