‘মোদি’ পদবি নিয়ে মন্তব্যের জেরে মামলায় সাজার রায় স্থগিত রাখতে ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। গুজরাটের সুরাট জেলা আদালতের এ আদেশকে স্বাগত জানিয়েছে দেশটির বর্তমান ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
কংগ্রেসকে আক্রমণ করে বিজেপির অন্যতম সরকারি মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন, ‘এ আদেশে জনগণ ও বিচার বিভাগের জয় হয়েছে। আদালতের এই সিদ্ধান্ত গান্ধী পরিবার তথা রাহুল গান্ধীর ঔদ্ধত্যের উপর চপেটাঘাত।’ বিজেপির অপর মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা রায়ের পর বলেন, সত্যের জয় হলো। ‘পরিবার’ (গান্ধী) এবার অনগ্রসর শ্রেণির কাছে ক্ষমা চাইবে কি না, তা জানতে চান তিনি।
এই রায় স্থগিত চেয়ে আবেদন করেছিলেন রাহুল গান্ধী। তবে এবার সেই আবেদনও খারিজ করে দিয়েছে গুজরাটের একটি আদালত। আদালতের এমন সিদ্ধান্তের কারণে রাহুল গান্ধীর লোকসভার সদস্যপদ ফিরে পাওয়ার পথ আপাতত রুদ্ধই থাকল। চলতি বছরের ৩ এপ্রিল নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন রাহুল। তার আইনজীবী দুই বছরের কারাদণ্ডের সাজা স্থগিত চেয়ে আবেদন করেন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।