রাহুলের চোট, ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিষান

0

লোকেশ রাহুলের চোটের কারণে জাতীয় দলের দুয়ার খুলল ইশান কিশানের জন্য। ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভারতীয় দলে জায়গা পেয়েছেন তিনি।

স্ট্যান্ডবাই হিসেবে আরও তিনজনকে ভারতীয় দলে জায়গা দেওয়া হয়েছে। তারা হলেন, রুতুরাজ গায়কোয়াদ, মুকেশ কুমার, সূর্যকুমার যাদব।

রাহুলের বদলি হিসেবে দলে ডাক পাওয়া ২৪ বছর বয়সী উইকেটকিপার ব্যাটার কিষান এরই মধ্যে ১৪টি ওয়ানডে ও ২৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। ৪৮টি প্রথম শ্রেণির ম্যাচের সর্বশেষটি খেলেছেন গত বছরের ডিসেম্বরে। এবারের আইপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচে ১৩৬.৯১ স্ট্রাইক রেটে ২৯৩ রান করেছেন কিষান।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here