
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশে খেলতে পারবেন না লোকেশ রাহুল। এই চোটের কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তাকে নিয়ে শঙ্কা রয়েছে। এসব তথ্য জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ভারতীয় অনলাইন পোর্টাল ক্রিকবাজ।
এরই মধ্যে রাহুলের নিজেদের তত্ত্বাবধানে নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তারাই রাহুলের চোটের অবস্থা পর্যবেক্ষণ করবে। এরই মধ্যে আইপিএলের দল লক্ষ্মৌ সুপার জায়ান্টের ক্যাম্প ছেড়েছেন এই টপ অর্ডার ব্যাটার।

