ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের চলাচলের রাস্তা সরকারিভাবে বরাদ্দের দাবিতে মানববন্ধন করেছে দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। বুধবার দিনাজপুর সদরের শশরা ইউপির ৯ নং ওয়ার্ডে জনসংগঠনের উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ ও জপেয়া জনসংগঠনের আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) দিনাজপুরের সহযোগিতায় ভিটাপুকুর পাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষেরা এ মানববন্ধন করে।
মানববন্ধনে জপেয়া জনসংগঠনের নেতা মাঞ্জি হেমরম, জোহন মুর্মু, সংগঠনের সভা প্রধান বার্নাড হেমরম, নির্বাহী সদস্য সন্ধ্যা হেমরম, উপজেলা ভ‚মিহীন সমন্বয় পরিষদ ইউনিয়নের নির্বাহী সদস্য এলিজেবেদ সরেন, জেসমিন টুডু, জপেয়া ক্ষুদ্র নৃগোষ্ঠী নেত্রী কল্পনা বাস্কে বলেন, সরকারের খাস জমি হিসেবে বরাদ্দ পেয়ে আমরা ৭৫টি পরিবার এই জপেয়া ভিটাপুকুর পাড়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। বর্তমানে আমরা যে রাস্তা দিয়ে চলাচল করি তা খুব ছোট। এতে শিশুরা স্কুলে যেতে পারে না, বর্ষাকালে বয়স্ক মানুষেরা চলাফেরা করতে গিয়ে আহত হয়। রোগীর বাহন হিসেবে কোনো এ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে না। কখনো যদি আগুন লাগে কোনো দমকল বাহিনী এখানে প্রবেশ করতে পারবে না। তাই আমাদের দাবি রাস্তা প্রশস্ত করে যাতায়াতের সুবিধার জন্য বরাদ্দ দিতে সরকার, উপজেলা নির্বাহী অফিসার এবং স্থানীয় চেয়ারম্যানের নিকট আকুল আবেদন জানাচ্ছি।