পিরোজপুর সদর উপজেলায় এক নারীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কদমতলা উপজেলার ঝড়ঝড়িয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভাড়ায়চালিত একটি মোটরসাইকেলযোগে পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ সড়ক দিয়ে ওই নারী (২৬) পিরোজপুর শহর থেকে কদমতলা উপজেলার দিকে যাচ্ছিল। তাদের মোটরসাইকেলটি ওই সড়কের ঝড়ঝড়িয়াতলা নামক স্থানে পৌঁছার পর দুই যুবক তাদের মোটরসাইকেলের গতিরোধ করে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মো. হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান জানান, ওই নারী থানা হেফাজতে রয়েছে। তার কাছ থেকে বিস্তারিত জেনে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।