রাস্তার পাশে পরিত্যক্ত জমিতে বাঁশের মাচায় লাউ চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন এক প্রান্তিক কৃষক। দিনাজপুরের বিরলের ঘাগড়াগাছি গ্রামের আধা কিলোমিটার পাকা রাস্তার পাশে এই লাউ চাষ করেছেন কৃষক হরিশ চন্দ্র।
বিরল উপজেলার ঘাগড়াগাছি গ্রামের ঘাগড়াগাছি থেকে বড়তিলেন পর্যন্ত প্রায় আধা কিলোমিটার পাকা রাস্তার পাশে এই লাউ চাষ করছেন তিনি। রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকেই একবার হলেও দেখেন গাছে গাছে ঝুলে থাকা লাউ এর দৃশ্য। সেলফিও তুলেন অনেকে।
এ ব্যাপারে বিরল উপজেলা অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল আলম জানান, রাস্তার পাশে অনাবাদি জমিতে বাঁশের মাচায় লাউ চাষ করে বাড়তি আয় করছেন কৃষক হরিশ চন্দ্র। তার লাউ চাষে বিভিন্ন রকমের পরামর্শ ও সহযোগিতা করা হয়েছে।