রাস্তায় নেমে আসা ছাড়া এই সরকারের পতন হবে না : টুকু

0

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিরোধীদলের নেতাকর্মীরা কথা বললেই নির্যাতন, নিপীড়ন, গুম ও খুন করা হয়। মামলা দেওয়া হয়, জেলে নির্যাতন করা হয়, জনগণকে গুলি করা হয়, জনগণকে হত্যা করা হয়। 

বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার সব খাত ধ্বংস করে দেশকে ভঙ্গুর করে দিয়েছে। রাস্তায় নেমে আসা ছাড়া এই সরকারের পতন হবে না। এই সরকারের অধীনে নির্বাচনের যাওয়ার কথা যদি কেউ চিন্তাও করে সেটা হবে সবচেয়ে বড় ভুল। জাতীয়তাবাদী দলের প্রত্যেক নেতাকর্মী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় রয়েছে। 

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, সেলিমুজ্জামান সেলিম, মামুন হাসান, নুরুল ইসলাম নয়ন, সাইফ মাহমুদ জুয়েল, কামরুজ্জামান দুলাল, করিম সরকার, গিয়াস উদ্দিন মামুন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here