সাংবাদিক, অধ্যাপক ও ইসরায়েলের সংসদ নেসেটের সাবেক সদস্য সেনিয়া সভেতলাভার বলেছেন, রাশিয়া ইতোমধ্যে সব রেড লাইন অতিক্রম করেছে।
সিএনএনের সংবাদদাতা বিয়ানা গোলোদরিগা সভেতলাভার সাথে কথা বলেন ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক প্রতিবেদন সম্পর্কে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাশিয়ার ওয়াগনার গ্রুপ লেবাননের অস্ত্রধারী সংগঠন হিজবুল্লাহকে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে পারে।
তিনি বলেন, এমনকি সম্প্রতি মস্কো সফরকারী হামাস দলের কূটনৈতিক আলিঙ্গনও অনেক অর্থবহ ছিল।
অক্টোবরের শেষের দিকে হামাসের একটি প্রতিনিধি দলের মস্কো সফরের কথা উল্লেখ করে স্ভেতলোভা বলেন, হয়তো এই সম্পর্কের মধ্যে আমরা যতটা জানি তার চেয়েও বেশি কিছু আছে।
এখনও অস্ত্র হস্তান্তর করা হয়নি মন্তব্য করে তিনি বলেন, রাশিয়া থেকে হামাসের কাছে বিমান-বিধ্বংসী কোনো অস্ত্র হস্তান্তরের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।