জাহাজ ট্র্যাকিং সংস্থা কেপলারের তথ্যের বরাতে রয়টার্স জানিয়েছে, রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানি নভেম্বরে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, এই মাসে ভারতের রাশিয়ার অপরিশোধিত তেল ক্রয় দৈনিক ১.৮৫৫ মিলিয়ন ব্যারেলে (বিপিুড) পৌঁছাতে পারে। যা গত অক্টোবর মাসের তুলনায় ২৫ শতাংশ বেশি।
রয়টার্স একটি ট্রেডিং সোর্সের বরাত দিয়ে বলেছে, নভেম্বরে রাশিয়ার সরবরাহ বেশি থাকবে বলে আশা করা হচ্ছে কারণ অনেক শোধনাগার মার্কিন নিষেধাজ্ঞার সময়সীমার আগে মজুত পূরণ করার চেষ্টা করেছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র গত ২২ অক্টোবর নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছিল। এর অধীনে কোম্পানিগুলিকে রাশিয়ান তেল সংস্থা রোসনেফ্ট এবং লুকোইলের সাথে ব্যবসা গুটিয়ে নেওয়ার জন্য ২১ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।

