রাশিয়া থেকে তেল কেনা বন্ধে রাজি হয়েছেন মোদি : ট্রাম্প

0
রাশিয়া থেকে তেল কেনা বন্ধে রাজি হয়েছেন মোদি : ট্রাম্প

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজি হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিচ্ছে, এটি তারই অংশ। খবর বিবিসির।

যদিও এ বিষয়ে ওয়াশিংটন ডিসির ভারতীয় দূতাবাস কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ট্রাম্প সাংবাদিকদের বলেন, মোদি তাকে আশ্বাস দিয়েছেন যে ভারত খুব শিগগিরই রুশ তেল কেনা বন্ধ করবে।

বরাবরই মার্কিন প্রেসিডেন্ট ভারতের রুশ তেল কেনাকে বাণিজ্যিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। কিন্তু নয়াদিল্লি তা মানতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। যার ফলে দুই দেশের সম্পর্কে সাম্প্রতিক সময়ে কিছুটা টানাপোড়েন দেখা দেয়।

উল্লেখ্য, রাশিয়ার সবচেয়ে বড় রপ্তানি পণ্য তেল ও গ্যাস, আর এর প্রধান ক্রেতা হচ্ছে চীন, ভারত ও তুরস্ক। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here