রুশ বাহিনীর অন্যতম সহযোগী ও বেসরকারি সামরিক বাহিনী ‘ওয়াগনার গ্রুপ’ এর প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন নিজ দেশের সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। শুক্রবার এক অডিও বার্তায় এই বিদ্রোহের ডাক দিয়েছেন বাহিনীর শীর্ষ কমান্ডার ইয়েভগেনি প্রিগোঝিন (৬২)।
রুশ সংবাদমাধ্যমে বলা হচ্ছে, প্রিগোঝিন তার পক্ষের সেনাদের রাশিয়ার দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর রোস্তভ-অন-দনের দিকে এগোনোর নির্দেশ দিয়েছেন। এসবের জেরে মস্কোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মস্কোর মেয়র সেরগেই সোবিয়ানিন টেলিগ্রামে ঘোষণা দিয়েছেন- জননিরাপত্তা নিশ্চিতে স্থানীয় বাহিনী সন্ত্রাসবিরোধী ব্যবস্থা নিচ্ছে। তিনি আরও বলেন, এর ফলে বিভিন্ন সড়ক বন্ধ ও পাবলিক ইভেন্টে নিষেধাজ্ঞা আসতে পারে।
রোস্তভ-অন-দনের একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি ফুয়েল স্টেশনের সামনে দিয়ে একটি ট্যাংক ও এপিসি যেতে। এছাড়া আরও সামরিক যান শহরের রাস্তায় আছে বলে খবর পাওয়া গেছে।
সূত্র: তাস