রাশিয়া এখন ইরানের শাহেদ ড্রোন ঘরোয়াভাবে তৈরি করছে : গবেষণা

0

ইরানের তৈরি শাহেদ ড্রোন রাশিয়া নিজস্ব প্রযুক্তিতে তৈরি করছে। সমরাস্ত্রের উপাদান নিয়ে গবেষণাকারী যুক্তরাজ্যভিত্তিক একটি সংস্থা এই তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, ইরানের শাহেদ মডেলের ড্রোন রাশিয়া এখন নিজস্ব যন্ত্রপাতি ব্যবহার করে তৈরি করছে। তারা এমন তথ্য নিশ্চিত হয়েছেন।

সিএনএনের খবর অনুসারে, কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চ সিএআর) ইউক্রেনে ব্যবহৃত ড্রোন নথিভুক্ত করেছে। কয়েকটি ড্রোনের যন্ত্রাংশে রাশিয়ান শব্দ জেরানিয়াম (জেরান) লেখা পাওয়া গেছে। এর মাধ্যমে এটা রাশিয়ার তৈরি বলে বোঝা গেছে।

গবেষকরা বলছেন, ইউক্রেনে রাশিয়া ইরানের ড্রোন ব্যবহারের এক বছর পর এখন নিজেদের তৈরি ড্রোন ব্যবহার করছে। এটা তাদের ‘মানুষ্যবিহীন যান’ তৈরির সক্ষমতার  একটা তাৎপর্যপূর্ণ বিবর্তন। সূত্র: সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here