হোয়াইট হাউস বৃহস্পতিবার বলেছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য উত্তর কোরিয়ার কাছ থেকে আরও অস্ত্র চেয়েছে এবং মস্কো ও পিয়ংইয়ং-এর মধ্যে চুক্তির দালালি করার অভিযোগে একজন স্লোভাকিয়ান ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেন, আমাদের কাছে নতুন তথ্য রয়েছে যে রাশিয়া সক্রিয়ভাবে উত্তর কোরিয়ার কাছ থেকে অতিরিক্ত অস্ত্র সংগ্রহের চেষ্টা করছে।
মার্কিন ট্রেজারি অনুসারে উত্তর কোরিয়া রাশিয়াকে ‘দুই ডজনেরও বেশি’ ধরণের অস্ত্র ও গোলাবারুদ পাঠানোর বিষয় আলোচনার মধ্যে রেখেছে। ট্রেজারি বলেছে, বিনিময়ে, পিয়ংইয়ং নগদ, বাণিজ্যিক বিমান, পণ্য এবং কাঁচামাল পাবে।
কিরবি বলেন, ওয়াশিংটন বুঝতে পেরেছে রাশিয়া উত্তর কোরিয়ায় একটি প্রতিনিধি দল পাঠাতে চাইছে এবং যুদ্ধাস্ত্রের বিনিময়ে পিয়ংইয়ংকে খাদ্য সামগ্রী দিতে চাইছে। তবে, কোনো চুক্তি সম্পন্ন হয়েছে কিনা বা নির্দিষ্ট অস্ত্রের বিস্তারিত বিবরণ নিয়ে তিনি কিছু বলেননি।
তিনি আরো বলেন, ‘উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে যে কোনো অস্ত্র চুক্তি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বেশ কয়েকটি প্রস্তাবের সরাসরি লঙ্ঘন করবে।’ -বাসস।