ছুরি দিয়ে ইউক্রেনের এক সেনাকে শিরশ্ছেদ করেছে রুশ সেনারা। তেমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর রাশিয়ার তীব্র নিন্দা জানিয়েছে ইউক্রেন।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, এটা ভয়কংর ও রোমহর্ষক।
তিনি আরও বলেছেন, ‘রাশিয়ার সন্ত্রাসীদের ইউক্রেন ও জাতিসংঘ থেকে লাথি দিয়ে বের করে দেওয়া হবে এবং অপরাধের জন্য তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে।’
২০১৭ সালে মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএস ইরাকে বিদেশি নাগরিকদের শিরশ্ছেদ করার একটি কুখ্যাত ভিডিও প্রকাশ করেছিল। সেই ঘটনার সাথেই রুশ সেনাদের কর্মকাণ্ডকে তুলনা করছে ইউক্রেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘এখানে এমন কিছু ঘটছে যা বিশ্বের কেউ এড়িয়ে যেতে পারবে না। কী সহজেই এই পশুরা হত্যা করছে।’
জেলেনস্কি আরও বলেছেন, ‘আমরা কিছুই ভুলে যাব না। আমরা খুনিদের কখনো ক্ষমাও করবো না। তাদের আইনিভাবে সবকিছুর জবাদিহিতা করতে হবে। সন্ত্রাসীদের পরাজয় বড় দরকারি।’
সূত্র: আল জাজিরা