ইউক্রেনে বৃহস্পতিবার বিভিন্ন ধরনের ৮১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এতে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র হামলাকে নতুন করে ‘মারাত্মক আক্রমণ’ বলে অভিহিত করা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার এক ফেসবুক বার্তায় বলেন, ‘রাশিয়ার বাহিনী ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেনের জন্য নিঃসন্দেহে এটি কঠিন দিন।’ সূত্র: সিএনএন