রাশিয়া রাতভর ২৪টি ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। এরমধ্যে ১৮টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে কিয়েভ। ইউক্রেনের বিমান বাহিনী বৃহস্পতিবার এই তথ্য দিয়েছে।
এক টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, রাশিয়া ২৪ টি শাহেদ ক্ষেপণাস্ত্র ছোড়ে। এর মধ্যে ১৮টি হামলা প্রতিহত করা হয়েছে।
গতাল বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এই হামলার জন্য সরাসরি ইউক্রেনকে দায়ী করে মস্কো। তারপর থেকেই ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা জোরদার করেছে রুশ বাহিনী।
সূত্র: এএফপি