আন্তর্জাতিকরাশিয়ার সাথে বন্দী বিনিময়, কারাগার থেকে ফিরল ইউক্রেনের ২২ সেনাBy AmarNews.com.bd - August 7, 20230FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL ইউক্রেন ও রাশিয়া আজ সোমবারও একদফা বন্দী বিনিময় করেছে। এবারের সমঝোতায় কারাগার থেকে বাড়ি ফিরেছে ইউক্রেনের ২২ সেনা। সোমবার ইউক্রেন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।