রাশিয়ার সঙ্গে ‘গঠনমূলক’ আলোচনা, যুদ্ধ সমাপ্তির আশা দেখছেন ট্রাম্প

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধে তাদের ‘খুব ভালো ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে।  

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ট্রাম্প লেখেন, গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমাদের অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে। মনে হচ্ছে, ভয়াবহ এই রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। কিন্তু এই মুহূর্তে হাজারো ইউক্রেনীয় সেনা রুশ বাহিনীর দ্বারা সম্পূর্ণভাবে অবরুদ্ধ অবস্থায় আছে এবং তারা ভয়ানক বিপদের সম্মুখীন। 

ট্রাম্প আরও জানান, তিনি সরাসরি পুতিনকে অনুরোধ করেছেন যেন ওই অবরুদ্ধ সেনাদের জীবন রক্ষা করা হয়। তার ভাষায়, এটি এক ভয়াবহ হত্যাযজ্ঞ হতে পারে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখা যায়নি। ঈশ্বর সবাইকে রক্ষা করুন!  

উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি করতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মধ্যস্থতা করছে। গত মাসেই ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে হোয়াইট হাউসে একটি বৈঠকে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।  

তবে বেশ কয়েক সপ্তাহের টানাপোড়েনের পর, সৌদি আরবে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা একটি যুদ্ধবিরতি প্রস্তাবে একমত হন। ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ বৃহস্পতিবার মস্কো সফরে গিয়ে পুতিনসহ রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।  

এর আগে, ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, রাশিয়া যদি যুদ্ধবিরতির বিষয়ে সহযোগিতা না করে, তবে তাদের ওপর ‘ব্যাপক ব্যাংক নিষেধাজ্ঞা’ ও উচ্চ হারে শুল্ক আরোপ করা হবে।  

এদিকে, বাইডেন প্রশাসনের সময় দেওয়া একটি বিশেষ অনুমোদন যা কিছু নির্দিষ্ট জ্বালানি লেনদেনের ক্ষেত্রে নিষেধাজ্ঞার বাইরে ছিল—এ সপ্তাহে ট্রাম্প প্রশাসন সেটির মেয়াদ শেষ করে দিয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এর ফলে রাশিয়ার ওপর আরও অর্থনৈতিক চাপ বাড়তে পারে।

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here