রাশিয়ার মহাসড়কে দুইটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। সোমবার পশ্চিম কালুগা অঞ্চলের মহাসড়কে এই ঘটনা ঘটে।
আঞ্চলিক গভর্নর ভ্লাদিস্লাভ সাপসা টেলিগ্রামে বলেন, জিজদ্রারা এবং দুমিনিচি শহরের মধ্যবর্তী এম-৩ মহাসড়কে দুইটি মনুষ্যবিহীন যান (ড্রোন) বিধ্বস্তহয়। রাশিয়ার এই শহরটি মস্কো থেকে কয়েক কিলোমিটার দূরে অবিস্থতি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার ভূখণ্ডে ড্রোন হামলা বৃদ্ধি করেছে ইউক্রেন।
এদিকে ইউক্রেনের চালানো বড় ধরনের একটি হামলা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে রাশিয়া। একই সঙ্গে মস্কো বলছে, এই লড়াইয়ে কয়েক শ ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে রুশ বাহিনী।
সোমবার রাশিয়ার পক্ষ থেকে এমন দাবি করা হয়। অবশ্য ইউক্রেন এটা নিয়ে কোনো মন্তব্য করেনি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো রাশিয়ার দাবি তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি। সূত্র: সিএনএন