ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, এমন দাবিই করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ তিনি বলেন, ইউরোপীয় নেতারা বিষয়টি এখন আর গোপন করার চেষ্টাও করছেন না।
২০২৫ সালের রুশ কূটনৈতিক তৎপরতার পর্যালোচনা বিষয়ক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ল্যাভরভ বলেন, ন্যাটোর নতুন মহাসচিব মার্ক রুট থেকে শুরু করে ইইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কায়া কালাস এমনকি জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের শীর্ষ নেতাদের সাম্প্রতিক বক্তব্য ও কর্মকাণ্ড একটি সরাসরি সামরিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।
লাভরভ জানান, পশ্চিমা শক্তিগুলো পরিকল্পিতভাবে ইউক্রেনকে রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হিসেবে গড়ে তুলেছে এবং বর্তমান সংকটের মূল কারণগুলো বছরের পর বছর ধরে তারাই তৈরি করেছে।
ল্যাভরভ দাবি করেন, মস্কোকে কৌশলগতভাবে পরাজিত করার বিষয়টি ইদানীং পশ্চিমা নেতারা খুব বেশি মুখে না বললেও তাদের কর্মপরিকল্পনায় সেটি এখনো বিদ্যমান। কিয়েভের বর্তমান সরকারকে সহায়তার মাধ্যমে তারা রাশিয়ার সংস্কৃতি ও অস্তিত্ব মুছে ফেলার যে চেষ্টা চালাচ্ছে, তা মূলত রাশিয়ার বিরুদ্ধে একটি বড় যুদ্ধের প্রস্তুতিরই অংশ বলে তিনি মন্তব্য করেন। রাশিয়ার মতে, এই সংকটের মূল উৎপাটন করাই তাদের মূল লক্ষ্য কিন্তু পশ্চিমা বিশ্বের উসকানিমূলক আচরণ পরিস্থিতিকে সরাসরি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।
সূত্র: আরটি

