এবার রাশিয়া বিরুদ্ধে আবাসিক ভবনে মিসাইল হামলার অভিযোগ করল ইউক্রেন। তাদের দাবি, ডোনেটস্ক অঞ্চলের একটি শহরে এই হামলা চালিয়েছে রুশ সেনারা। এতে অন্তত পাঁচজন নিহত ও আরও ৩১ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে চারজনই বেসামরিক নাগরিক।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকোর বরাত দিয়ে গণমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছেন।
ইউক্রেনের কর্মকর্তাদের প্রকাশিত বেশ কিছু ভিডিও এবং ছবিতে দেখা যাচ্ছে, রুশ হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত পাঁচতলা অ্যাপার্টমেন্ট বিল্ডিংসহ ধ্বংসস্তূপের মধ্যে কাজ করছেন উদ্ধারকর্মীরা। আহতদের চিকিৎসার জন্য ঘটনাস্থলে একটি অ্যাম্বুলেন্সও ছিল।
ক্লাইমেনকোর মতে, প্রথম হামলায় চারজন বেসামরিক লোক মারা যায় এবং দ্বিতীয় হামলার সময় ডোনেটস্কের একজন জরুরি সেবা কর্মকর্তা নিহত হন। হামলার পর ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলমান রয়েছে বলেও জানিয়েছেন তিনি। সূত্র: বিবিসি, আল জাজিরা, রয়টার্স