ইউক্রেন যুদ্ধে চীনা নাগরিক রাশিয়ার হয়ে যুদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার এই মন্তব্যের নিন্দা জানিয়ে বৃহস্পতিবার ইউক্রেন যুদ্ধে জড়িত পক্ষগুলোকে ‘দায়িত্বজ্ঞানহীন মন্তব্য’ করার বিষয়ে সতর্ক করে দিয়েছে চীন।
বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। খবরে বলা হয়, ইউক্রেন যুদ্ধে চীনের অন্তত ১৫৫ নাগরিক রাশিয়ার হয়ে যুদ্ধ করেছে বলে দাবি করেছেন জেলেনস্কি।
এ বিষয়ে এক প্রশ্নে জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ‘বেইজিং সব সময়ই তার নাগরিকদের সশস্ত্র সংঘাতের এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোকে চীনের ভূমিকা সঠিক ও স্পষ্টভাবে স্বীকার করতে এবং দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা থেকে বিরত থাকার পরামর্শ দেব।’