রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করতে ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে হামলা বাড়াচ্ছে।
দুই বছরেরও বেশি সময় আগে মস্কো ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে এই সপ্তাহে রাশিয়া তার ভূখণ্ডে সবচেয়ে গুরুত্বপূর্ণ হামলার মুখোমুখি হয়েছে।
রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তি ও রসিয়া-১ টেলিভিশন পুতিনকে উদ্ধৃত করে বলেছে, ‘আমার কোনো সন্দেহ নেই, মূল লক্ষ্য হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন ব্যাহত করা, না হলে স্বাভাবিক প্রক্রিয়ায় কোনোভাবে হস্তক্ষেপ করা।
আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে পুতিন আরও ছয় বছরের মেয়াদ নিশ্চিত করতে যাচ্ছেন।