অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় নতুন দূতাবাস নির্মাণের পরিকল্পনা করেছিল রাশিয়া। তবে জাতীয় নিরাপত্তার প্রসঙ্গ টেনে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট সেই রুশ প্রকল্প বন্ধ করে দিয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেস জানিয়েছেন, নিরপত্তা সংস্থার পরামর্শ মেনে রাশিয়ার ক্যানবেরায় জমি লিজ নেয়ার বিষয়টি আইন পরিষদ বাতিল করে দিয়েছে।
আলবানেস বারবার দাবি করেছেন, অস্ট্রেলিয়ার জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০০৮ সালে ক্যানবেরায় ওই জমিটি লিজ নিয়েছিল রাশিয়া। ২০১১ সালে ওখানে নতুন ভবন নির্মাণের বিষয়টি অনুমোদন দেওয়া হয়।
সূত্র: আল জাজিরা