রাশিয়ার ড্রোন হামলা ঠেকানোর মতো সক্ষমতা ইউরোপের নেই : ইইউ

0
রাশিয়ার ড্রোন হামলা ঠেকানোর মতো সক্ষমতা ইউরোপের নেই : ইইউ

ইউরোপ রাশিয়ার বড় ধরনের ড্রোন হামলা প্রতিহত করতে প্রস্তুত নয়—এমন সতর্কবার্তা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিরক্ষা কমিশনার আন্দ্রিয়ুস কুবিলিয়ুস। সোমবার লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে দেওয়া এক ভাষণে তিনি বলেন, রাশিয়ার ড্রোন হামলা ঠেকানোর মতো সক্ষমতা ইউরোপের নেই। ইউক্রেনের যুদ্ধ থেকে ইউরোপকে এখনই শিক্ষা নিতে হবে, নইলে তা হবে ঐতিহাসিক ভুল।

কুবিলিয়ুসের ভাষ্যে, ইউরোপ এখনো রাশিয়ার ড্রোন শনাক্ত ও নিষ্ক্রিয় করার সক্ষমতায় পিছিয়ে আছে। তিনি প্রশ্ন তুলেছেন, রাশিয়া দ্রুত শিখছে—আর আমরা কী করছি? তার মতে, ভবিষ্যতের যুদ্ধ প্রচলিত ট্যাংক বা কামানে নয়; ড্রোন ও ক্ষেপণাস্ত্রই হবে প্রধান অস্ত্র। তাই পূর্ব ইউরোপ ও বাল্টিক অঞ্চলের নিরাপত্তা জোরদার করতে ইউক্রেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অত্যাবশ্যক বলে তিনি মনে করেন।

রাশিয়া–ইউক্রেন যুদ্ধের বর্তমান বাস্তবতা নিয়েও কমিশনার মন্তব্য করেন। তিনি বলেন, উভয় পক্ষই এখন আকাশপথে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে; তুলনামূলকভাবে স্থল অভিযান কমে গেছে। সূত্র : টিআরটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here