মঙ্গলবার ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা ৬৫টি রাশিয়ান ড্রোনের মধ্যে ৩৭টি গুলি করে ভূপাতিত করেছে। যার ফলে দেশজুড়ে ব্যবসা প্রতিষ্ঠান, একটি রেলওয়ে ডিপো এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে উক্রজালিজনিতসিয়া জানিয়েছে, রাশিয়া ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে একটি ডিপোতে আক্রমণ করেছে। ফলে অবকাঠামো এবং প্রাঙ্গণের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।
গভর্নর ইহোর তাবুরেটস টেলিগ্রামের মাধ্যমে জানিয়েছেন, এই হামলায় মধ্য চেরকাসি অঞ্চলের তিনটি বেসরকারি প্রতিষ্ঠানেও আগুন লেগেছে।
আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, সুমির উত্তর-পূর্ব অঞ্চলে আটটি আবাসিক ভবন এবং একটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে যে ৬৫টি ড্রোনের মধ্যে আরও ২৮টি তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি।
দেশটির জাতীয় গ্রিড অপারেটর উক্রেনারগো মঙ্গলবার আটটি অঞ্চলে জরুরি বিদ্যুৎ বিভ্রাটের কথা জানিয়েছে। ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ক্ষতির কথা উল্লেখ করেছে তারা।
তবে আক্রমণগুলি কখন হয়েছিল তা নির্দিষ্ট করে বলা হয়নি।
সোমবার নয়টি ইউক্রেনীয় অঞ্চলে জরুরি বিদ্যুৎ বিভ্রাটের পরে এই ঘোষণা দেওয়া হয়েছে।
রাশিয়া গত কয়েক বছর ধরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে আঘাত করেছে। এই হামলার ফলে গভীর বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। বিতরণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইউক্রেনের উৎপাদন ক্ষমতার প্রায় অর্ধেক বন্ধ হয়ে গেছে।
রাশিয়া বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে কিন্তু ইউক্রেনে তাদের আগ্রাসনে হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছে।
সূত্র: রয়টার্স