সম্প্রতি চাঁদের উদ্দেশ্যে মহাকাশযান পাঠায় রাশিয়া। এর নাম ছিল লুনা-২৫। কিন্তু সেটি চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করতে পারেনি। মূলত ওই চন্দ্রযানের গতি নিয়ন্ত্রণ করতে না পাড়ায় তা ভেঙে পড়ে। এতে চাঁদের মাটিতে তৈরি হয়েছে গহ্বর বা গর্ত। নাসার ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য।
চাঁদকে ঘিরে পরিক্রম করা নাসার লুনার অরবিটার (এলআরও) সম্প্রতি উপগ্রহটির দক্ষিণ মেরুর একটি ছবি তুলেছে। সেই ছবি প্রকাশ্যে এসেছে। এর আগে নাসার ওই অরবিটার চাঁদের দক্ষিণ মেরুর ওই জায়গারই ছবি তুলেছিল ২০২২ সালের জুন মাসে। তখন ওই জায়গায় কোনও গর্ত বা গহ্বর দেখা যায়নি, যা দেখে মনে করা হচ্ছে, লুনা-২৫ চাঁদের মাটিতে ভেঙে পড়ার ফলেই ওই গর্ত তৈরি হয়েছে।